Saturday, April 19, 2025
Homeবাংলাদেশঈদের বাজার শেষে বাড়ি ফেরা হলো না মাইদুলের

ঈদের বাজার শেষে বাড়ি ফেরা হলো না মাইদুলের

নাটোরের লালপুরে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের গৌরীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইদুল ইসলাম (৩৫) উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামের হাজী মো. ইউনুস আলীর ছেলে ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসাবে কর্মরত ছিলেন। এ ছাড়া আহত সবুজ একই গ্রামের মহোসিন আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাইদুল ইসলাম বিকেলে ঈদের বাজার করে মোটরসাইকেল যোগে আরামবাড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে গৌরীপুর কেন্দ্রীয় জামে মসজিদের নিকট পৌঁছালে বিপরীত দিকে থেকে কুষ্টিয়াগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সাময়িক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ওয়ালিউজ্জামান জানান, মাথায় মারাত্মক আঘাতজনিত কারণে তাকে সাময়িক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। আহত সবুজকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতের ভাই রুবেল জানান, স্থানীয়দের মাধমে দুর্ঘটনার বিষয়টি মোবাইলে জানার পর লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানতে পারি মাইদুলের মাথায় গুরুতর আঘাতের কারণে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। তাকে রাজশাহী কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজশাহী বর্ণালীর মোড় এলাকায় সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়েছে।

লালপুর থানার ওসি নাজমুল হক কালবেলাকে জানান, বিকেলে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছে। পরে মাইদুল নামের একজনকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকারটি থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট