সিলেটের বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ১৮ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা গোয়াবাড়ী মসজিদ থেকে বের হয়ে পাঠানটুলা পয়েন্টে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গোয়াবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ হানিফুজ্জামান’র সভাপতিত্বে ও জাহাঙ্গীরনগর বায়তুল হাতেম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুনাইদ আহমদ মিরপুরী’র পরিচালনায় বক্তব্য রাখেন করেরপাড়া আবু বকর রাঃ মসজিদর ইমাম ও খতিব মাওলানা সাঈদ আহমদ, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু, হাওলাদারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জয়নাল আবেদীন, নবাবী পাঠানটুলা মসজিদের ইমাম ও খতিব বদরুল ইসলাম, আলী বাহার বাগান মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সাইমুদ্দিন, গোয়াবাড়ি রাগিব রাবেয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ওলিউল্লাহ আল মাহমুদী, করেরপাড়া ইসলামাদ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ছাদিকুর রাহমান, দোসকি ও বড়গুল শাহ ওয়ালিউল্লাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা রইছ উদ্দিন।
এসময় উক্ত বিক্ষোভ মিছিলে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ছাত্র ও হাজারো তৌহিদীর জনতা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তরা, গাজা ও রাফায় ইসরাইলীদের নৃশংস গণহত্যা বিশ্বের কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণের শামিল। ইসরাইল একটি অভিশপ্ত জাতি, সন্ত্রাসী গোষ্ঠী। বিশ্ব মোড়লদের প্রত্যক্ষ মদদে তারা ফিলিস্তিনে জবর দখলের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। কিন্তু বিশ্ব মুসলিমের নিরবতার কারণে ইসরাইল দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠছে। বোমার আঘাতে মানুষের লাশের বিভিন্ন অংঙ্গ প্রতঙ্গ তুলার মতো আকাশে উড়ছে, এই দৃশ্য সহ্য করার মতো নয়। তাই এই হত্যাকান্ড বন্ধ করার আহবান জানান। এ জন্য তারা জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ও আরব লীগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুততার সাথে জরুরী ব্যবস্থা নেওয়ার জোর দাবীও করেন এবং ইসরাইলী পণ্য বর্জনের আহ্বান জানান। এসময় ফিলিস্তিনের গাজায় নিহতদের মাগফেরাত কামনা ও দেশ এবং জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন গোয়াবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ হানিফুজ্জামান। বিজ্ঞপ্তি