Saturday, April 19, 2025
Homeরাজনীতিদক্ষিণ সুরমার পশ্চিম ভাগ এলাকায় এম এমালিকের পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ

দক্ষিণ সুরমার পশ্চিম ভাগ এলাকায় এম এমালিকের পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ

পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে দক্ষিণ সুরমার পশ্চিম ভাগ এলাকায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিকের পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বুধবার (২৬ মার্চ) বিকেলে সিসিকের ৪১ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভাগ আবাসিক এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রেটার ঢাকা ফোরাম ইউ.কে’র সভাপতি গোলাম শাব্বীর আলী পারভেজ।


সিলেট সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড আওয়াজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুচাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জমির উদ্দিন।


সিলেট মহানগর যুবদল সহ-সভাপতি মোঃ নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে  প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক কে আর জসিম, যুক্তরাজ্য বিএনপি নেতা আশরাফ আহমদ, সিলেট জেলা ছাত্রদল সাবেক সহ-সভাপতি মো. শাহপরান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান মো. গোলাম কিবরিয়া নাঈম, আম্বরখানা ব্যবসায়ী সমিতির সভাপতির মেরাজ মোস্তাক, ডিজিএইস ঢাকা এর মোঃ তাজুল ইসলাম, তেতলী ইউনিয়ন বিএনপি সহ-সেচ্চাসেবক বিষয়ক সম্পাদক খছরুজ্জামান।


এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের ৪০ ৪১ ও ৪২নং ওয়ার্ড এবং কুচাই ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র ঈদ উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।  


প্রধান অতিথির বক্তব্যে গ্রেটার ঢাকা ফোরাম ইউ. কে’র সভাপতি গোলাম শাব্বীর আলী পারভেজ বলেন, নেতা বা নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে নয়। মানবতার কল্যাণেই দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। তিনি সূদুর প্রবাসে থেকে নাড়ির টানে সব সময় দেশের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের কল্যাণে সহায়তা নিয়ে পাশে দাঁড়ান। এটা মহতি ও প্রশংসনীয় উদ্যোগ। তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের দুঃসময়ের বন্ধু। দেশের যখন স্বৈরাচারী শাসন ছিলো, মানুষের গণতান্ত্রিক অধিকার তখন হরণ করা হয়েছে, তখনও বিএনপি জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি শুধু রাজনৈতিক সংগ্রামেই নয়, মানবিক সহায়তা কার্যক্রমেও অগ্রণী ভূমিকা রাখছে। তিনি এম এ মালিকের মতো অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ সহ সমাজের সকল বিত্তবানদের অসহায় মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট