Saturday, April 19, 2025
Homeজীবনযাপননূর উদ্দিন সফিকুন নেছা ফাউন্ডেশনের ইফতার বিতরণ

নূর উদ্দিন সফিকুন নেছা ফাউন্ডেশনের ইফতার বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে নূর উদ্দিন সফিকুন নেছা ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে পথচারী ও রোজাদারদের মধ্যে মহতী ইফতার বিতরণ করা হয়েছে।  শুক্রবার (২৮ মার্চ) নগরীর কলবাখানী এলাকায় ২ শতাধিক অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, নূর উদ্দিন সফিকুন নেছা ফাউন্ডেশন বছর জুড়েই সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। বক্তারা আরও বলেন, এই ধরনের মানবিক উদ্যোগ সমাজের অন্যান্য বিত্তবানদেরও অনুপ্রাণিত করবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী শাহীন আহমদ, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য মাসুক আহমদ, কয়েস আহমদ দারা, রেজাউল করিম প্রমুখ। বিজ্ঞপ্তি 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট