Friday, April 18, 2025
Homeখেলাসিলেট অফিসার্স ক্লাবের টেনিস টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

সিলেট অফিসার্স ক্লাবের টেনিস টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

সিলেটের জেলা প্রশাসক ও সিলেট অফিসার্স ক্লাবের সভাপতি শের মোহাম্মদ মাহবুব মুরাদ বলেছেন, দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে প্রতিযোগিতার কোন বিকল্প নেই। ঐতিহ্যবাহী সিলেটের এই টেনিস ক্লাবের সদস্যরা দেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে নিয়মিত অনুশীলন করতে হবে।
তিনি সোমবার (১৪ এপ্রিল) রাতে সিলেট সার্কিট হাউস সংলগ্ন সিলেট অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত টেনিস টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি অফিসার্স ক্লাবের টেনিস কোর্টের উন্নয়নসহ সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন আল জুনায়েদ এর সভাপতিত্বে ও সিলেট অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. আব্দুর রফিক এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ) পদ্মাসন সিংহ, ওমর সানি এনডিসি, সহকারী কমিশনার রেজা-ই রাব্বি, সিলেট রেঞ্জের এসপি মো. সাইদুর রহমান, ক্লাব সদস্য শামুন মাহমুদ খান, অধ্যাপক নিরঞ্জন পাল, মো. রেজাউল হক, ইমরান চৌধুরী, শাহ শহীদুল ইসলাম, কামাল উদ্দিন, সজিব দে, মো. সাদত হোসেন, মনোজ রায়, শাফি মোহাম্মদ নাহিয়ান, কোচ সুভাষ লাল প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট