Saturday, April 19, 2025
Homeরাজনীতিগোলাপগঞ্জে ৭ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদানফ্যাসিস্ট হাসিনার বিচার বিচার দেশের মাটিতেই...

গোলাপগঞ্জে ৭ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদানফ্যাসিস্ট হাসিনার বিচার বিচার দেশের মাটিতেই হবে : এমরান চৌধুরী

ফ্যাসিস্ট হাসিনার বিচার বিচার দেশের মাটিতেই হবে : এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামী গণতন্ত্রকে ধ্বংস করে দেশে একদলীয় শাসন কায়েম করেছিল। জনগণের ভোটাধিকার হরণ করে দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছিল। দীর্ঘ সাড়ে ১৫ বছরের দুঃশাসনে বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গুম ও খুন করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ঠিক পূর্ব মুহুর্তে দলীয় ক্যাডার বাহিনী দিয়ে এমনকি রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে হাজারো নিরিহ মানুষকে হত্যা করেছে। বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা যেসকল অপকর্ম করেছে, তার বিচার দেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ।

মঙ্গলবার গোলাপগঞ্জ পৌরসভার হলরুমে গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ন আহবায়ক বাদল আহমদ ও বন্ধু মহলের উদ্যোগে ছাত্রজনতার বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গোলাপগঞ্জে নিহত ৭ শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জুলাই-আগস্টের বিপ্লবে শহীদদের স্মরণ করে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তারা আমাদের অনুপ্রেরণা। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবে এবং যে কোনো মূল্যে স্বৈরাচারী শাসনের অবসান ঘটাবে। আগামী দিনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহির সভাপতিত্বে ও গোলাপগঞ্জ পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা বিএনপির সহ সমবায় বিষয়ক সম্পাদক রুহেল আহমদ, জেলা বিএনপি নেতা অজি আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বাদল আহমদ, জুয়েল আহমদ, ফয়ছল আহমদ, নাইম আহমদ চৌধুরী, জাকির আহমদ, শাহী চৌধুরী, শাকিল আহমদ আহমদ, শাকের আহমদ, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সুহেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন রেজুয়ান আহমদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট