Saturday, April 19, 2025
Homeঅপরাধসেনাবাহিনীর অভিযানের পর শান্ত আছে হরিপুর বাজার

সেনাবাহিনীর অভিযানের পর শান্ত আছে হরিপুর বাজার

নিজস্ব প্রতিবেদক

গতকাল ২৭/০৩/২০২৫ খ্রি. তারিখ ০০:৩০ ঘটিকায় সেনাবাহিনীর টহল টিম গোয়াইনঘাট থানা এলাকায় ফতেপুরের সীমান্ত হইতে ০৪ টি মহিষ বোঝাই ০১ টি ডিআই পিকআপ গাড়ীকে ধাওয়া করে জৈন্তাপুর ৫নং ফতেপুর ইউনিয়নের অর্ন্তগত হরিপুর বাজারে নিয়া আসে। অতঃপর সেনাবাহিনীর টহল টিম হরিপুর বাজার থেকে মহিষ বোঝাই ডিআই গাড়ীটি তাহাদের ক্যাম্পে নিয়া যেতে চাইলে হরিপুর বাজারের ব্যবসায়ী সমিতির লোকজনসহ বাজারের লোকজন সেনাবাহিনীর টিমের উপর অতর্কিতভাবে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে।

এতে সেনাবাহিনীর কতিপয় সদস্যগণ আহত হন। উত্তেজিত লোকজন সেনাবাহিনীর ০২ টি গাড়ীর গ্লাস ভেঙ্গে ক্ষতিসাধন করে। তখন সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্প সিলেট গ্যাসফিল্ড ও বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট হইতে একজন সেনা কর্মকর্তা সিও এর নেতৃত্বে সেনা সদস্যরা হরিপুর বাজারে গিয়ে অভিযান পরিচালনা করেন। তারা হরিপুর বাজারের লোকজনসহ রাস্তার লোকজনদের পেয়ে ব্যাপকভাবে লাঠি পিটা করে। হরিপুর বাজারের সমস্ত দোকানপাট ফেলিয়া ও বন্ধ করিয়া লোকজন ভয়ে ও আতংকে এলোপাথারিভাবে ছুটাছুটি করে বাজার ছাড়িয়া চলিয়া যায়। সেনা সদস্যরা বাজারের অলিগলি, মসজিদ, মাদ্রাসাসহ সর্বত্র তল্লাশী করেন। তল্লাশীকালে সেনা সদস্যগণ হরিপুর বাজার সংলগ্ন প্রধান সড়কে ও বাজারে থাকা গাড়ী ও সিএনজি গ্লাস বাইরাইয়া ভাংচুর করেন।

একপর্যায়ে হরিপুর বাজার জনশূন্য হয়ে পড়ে। তারা জানান, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ হরিপুর বাজারে যাইয়া অবস্থান নেই এবং ঘটনাস্থলের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করি। সেনা সদস্যগণ ০৩:১০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করিয়া ঘটনাস্থল ত্যাগ করেন। উক্ত বিষয়ে পুলিশি নজরদারী অব্যাহত আছে। ঘটনাস্থলে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করিতেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট