Saturday, April 19, 2025
Homeবাংলাদেশনগরীর মিরা বাজারে যুবদলের ইফতার বিতরণ যুবদলকে দেশ ও জনগণের কল্যাণেঐক্যবদ্ধ হয়ে...

নগরীর মিরা বাজারে যুবদলের ইফতার বিতরণ যুবদলকে দেশ ও জনগণের কল্যাণেঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সাদেক

সিলেট মহানগর বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক বলেছেন, রমজান হলো আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মাস। এই পবিত্র মাসে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যুবদলের এই মহতী উদ্যোগ প্রশংসনীয়, যা দলীয় আদর্শ ও মানবতার সেবার প্রতিফলন। তিনি বলেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আজ নিপীড়িত। আমরা তাঁর সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, তৃণমূলের নেতাকর্মীরা যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তা সত্যিই অনুকরণীয়। আমি যুবদলের সকল নেতাকর্মীদের আহ্বান জানাই, তারা যেনো দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। ইনশাআল্লাহ, আমাদের এই সংগ্রাম সফল হবে এবং দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।
তিনি শুক্রবার (২৮ মার্চ) বিকাল ৫টায় মিরাবাজার ইউনিট যুবদলের উদ্যেগে সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদর্শনায় নগরীর মিরা বাজার এলাকায় যুবদলের ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক আফজন খান পাপলুর সভাপতিত্বে ও সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক আহমদ শিপনের পরিচালনায় ইফতার বিতরণ পূর্বে এক সভায় বিশেষ অতিথি বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে কাজ করেছেন। বিএনপির প্রতিটি নেতা-কর্মী ত্যাগ স্বীকার করে দেশনেত্রীর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ঐক্যবদ্ধ থেকে, দেশ ও জনগণের কল্যাণে আমাদেরকে কাজ করে যেতে হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের যুগ্ন সম্পাদক কয়েস আহমদ, ইসহাক আহমদ, যুগ্ম সম্পাদক শহিদুদজ্জান সুমন, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ফুরুক আহমদ, যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও টাওয়ার হ্যামলেটস যুবদলের সাংগঠনিক সম্পাদক মিনার খান, সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, সুমন আহমদ, সিলেট মহানগর যুবদলের সদস্য মতিউর রহমান মতি, কোতোয়ালী থানার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মুক্তার আহমদ, ছাত্রদলের  সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল সালাম ভূইয়া, আরমান আহমেদ, যুবদল নেতা করিম আহমদ, ফয়সল আহমেদ, সপন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট