Saturday, April 19, 2025
Homeবাংলাদেশসিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনের গাজায় বর্বর গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত হচ্ছে পুরো বিশ্ব জানে তাই অবিলম্বে এধরনের বর্বর হত্যা বন্ধ করতে আহবান জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৮ এপ্রিল) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের দুপুরে গাজায় গণহত্যা বন্ধের দাবি ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।


তিনি বলেন, আমরা ইসরায়েলের পণ্য বর্জন করবো, সবাইকে বর্জনে উৎসাহিত করবো। আমাদের দায়িত্ব হচ্ছে সবাইকে বুঝি বলা। শান্তিপূর্ণ আন্দোলন থেকে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পণ্য লুটপাট করা সঠিক হয়নি। এই কাজ যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। সকল ষড়যন্ত্রকারীদের আইনের আওতা নিয়ে আসা হবে।


কয়েস লোদী বলেন, সারা পৃথিবীতে মুসলিম মোড়লদের আমরা আহ্বান জানাই আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আন্দোলন গড়ে তুলোন, আমরা মুসলিম জাতি হিসেবে আপনাদের পাশে থাকবে। ইসরায়েলকে যারা অস্ত্র সহযোগিতা করছে তাদেরকে আপনারা বাধ্য করুন ইসরায়েলকে যেন কোনও মারণাস্ত্র না দেওয়া হয়। বিশ্বের সবচাইতে নির্যাতিত এই এলাকায় যেন আর কোনও গণহত্যা চালানো না হয়।


তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের পাসপোর্টে যে ইসরায়েল ব্যতীত কথাটি লেখা ছিল সেটি  মুছে দিয়েছিল। তারমানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। অথচ তারা মুসলমানদের পক্ষে মায়া কান্না ও কাঁদতো। ইসরায়েল থেকে আড়িপাতা যন্ত্র পেগাসাস ক্রয় করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার।


জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় আরোও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ প্রমুখ। বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট