Saturday, April 19, 2025
HomeUncategorizedউরশ শরীফ উপলক্ষে আলোচনায় বক্তারা রকীব শাহ্ (র.) ছিলেন অসাধারণ প্রতিভা ও...

উরশ শরীফ উপলক্ষে আলোচনায় বক্তারা রকীব শাহ্ (র.) ছিলেন অসাধারণ প্রতিভা ও আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী

হযরত রকীব শাহ্ (র.)-এর তিনদিনব্যাপী ৫৯তম বার্ষিক উরশ শরীফ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৯ এপ্রিল) রাতে সিলেট শহরের কাজীটুলাস্থ মাজার প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। উরশ শরীফের প্রথম দিন গতকাল বুধবার (৯ এপ্রিল) হযরত রকীব শাহের জীবন, সাধনা ও সাহিত্য শীর্ষক আলোচনাসভা এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।


হযরত রকীব শাহ্ (র.)-এর মাজার শরীফের খাদেম ড. কাজী কামাল আহমদের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবী, শিল্পপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ফেনু। বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোহাম্মদ তুতিউর রহমান।
মাওলানা আবুল কালামের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যাংকার মো. আব্দুস শহীদ সেলিম।


আলোচনাসভায় বক্তারা বলেন, ‘অধ্যাত্ম সাধনায় অনন্য এক নাম হযরত রকীব শাহ্ (র.)। শুধু অধ্যাত্ম সাধনাই নয়; মরমী সাহিত্য জগতে হযরত রকীব শাহের রয়েছে গৌরবোজ্জ্বল অধ্যায়। তিনি ছিলেন অসাধারণ প্রতিভা ও আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী। সুফীবাদের প্রেরণায় উজ্জীবিত হযরত রকীব শাহ্ (র.) অন্তরজুড়ে ছিল মানুষের কল্যাণকামিতা।’
এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কালাম। অনুষ্ঠানে হযরত রকীব শাহ্ (র.) এর ভক্ত-অনুরাগীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট