Saturday, April 19, 2025
Homeঅপরাধছাতকে ছাত্রলীগের আহ্বায়ক তাজামুল হক রিপন গ্রেফতার

ছাতকে ছাত্রলীগের আহ্বায়ক তাজামুল হক রিপন গ্রেফতার


সুনামগঞ্জের ছাতকে নিষিদ্ধ সংগঠন হিসেবে বিবেচিত ছাত্রলীগের উপজেলা আহ্বায়ক তাজামুল হক রিপনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) রাতে থাকে দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান এলাকা থেকে তাকে আটক করা হয়।

তাজামুল হক রিপন চৌকা গ্রামের বাসিন্দা আব্দুস সবুরের পুত্র। তিনি ছাতক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ছাতক থানায় দায়ের করা একটি মামলায় দ্রুত বিচার আইনে এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারের পরবর্তী কার্যক্রম শেষে শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট