Saturday, April 19, 2025
Homeবাংলাদেশন্যায়পাল ও সম্পদের হিসাব বাধ্যতামূলকের বিধান দ্রুত না করা হলে শীগ্রই কর্মসূচীর...

ন্যায়পাল ও সম্পদের হিসাব বাধ্যতামূলকের বিধান দ্রুত না করা হলে শীগ্রই কর্মসূচীর আল্টিমেটাম——-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ বরণ ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান সোমবার (১৪ এপ্রিল) সিলেট নগরীর জিন্দাবাজার সহিরপ্লাজাস্থ একটি রেস্টেুরেন্টে অনুষ্ঠিত হয়।
ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট এর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, দুনিয়া কাঁপানো বিশ্বসেরা গণ অভূথ্যানের মূল লক্ষ্য বড় বড় দূর্নীতিবাজদের শায়েস্তা করা, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করা। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে একাডেমিক যোগ্যতার অযৌক্তিক প্রস্তাব দ্রুত বাতিল না করা হলে সংসদ নির্বাচনে এমপি প্রার্থীর বেলায় পিএইচডি ডিগ্রী থাকার শর্ত আরোপের দাবি জানান অন্যথায় এ অযৌক্তিক শর্ত বাতিল করতে হবে।  
বক্তারা বলেন, দূর্নীতির উৎসস্থল সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। বিরাজমান ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে শক্তিশালী ন্যায়পাল, সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিল করার বিধান বাধ্যতামূলক এক মাসের মধ্যে না করা হলে পূর্ণভূমি থেকে অত্র সংগঠন রাজপথে আল্টিমেটাম দেওয়ার হুঁশিয়ারি দেন।
গাজা প্রসঙ্গে নেতৃবৃন্দরা বলেন, জাতিসংঘ বলেছে- ফিলিস্তিনের জন্য ত্রাণ ফুরিয়ে গেছে। বর্তমানে ইসরায়েলি নৃৎসংশতার পাশপাশি এখন ভয়াবহ মানবিক সংকটে গাজাবাসী। এই মুহুর্তে প্রতিবাদের পাশাপাশি বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে মানবিক বিপর্যয়ে গাজাবাসীকে খাবার পানিসহ অত্যাবশকীয় পণ্য সরবরাহ করার লক্ষ্যে একটি বিশেষ রাষ্ট্রীয় তহবিল গঠন করার জন্য জোর দাবি জানানো হয় এবং সিলেটের পূর্ণ্যভূমি থেকে অনতিবিলম্বে বিপ্লবী সরকারের উপদেষ্টা পরিষদে প্রতিনিধি নেওয়ার জোর দাবি করেন।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীহট্ট সংস্কৃতি কলেজের অধ্যক্ষ, মেট্রোপলিটন ল’কলেজের অধ্যাপক ড. দিলীপ কুমার দাশ চৌধুরী এডভোকেট।
বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডা. অরুন কুমার দেব, সিভিল ইঞ্জিনিয়ার ও ডক্টর চিন্ময় চৌধুরী, সিনিয়র নেতা সরোজ ভট্টাচার্য্য, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, আব্দুল মতোয়ালী ফলিক, সহ দপ্তর সম্পাদক শ্রমিক নেতা এম বরকত আলী, স্টেশন রোড লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়াহিদ, কেন্দ্রীয় সদস্য ব্যবসায়ী নেতা মো. লায়েক মিয়া, চৌকিদেখী খাসদবীর সংগঠক শাহ ফখরুল ইসলাম, ইতালি প্রবাসী ও কেন্দ্রীয় সদস্য কয়েছ ইকবাল, ব্যবসায়ী নেতা কামাল আহমদ, ইফতেখার হোসেন সুহেল, সন্তোষ দেব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সদস্য জুয়েল আহমদ নিপু, মো. জহুর আলম প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট