Saturday, April 19, 2025
HomeUncategorizedআরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে এম এড প্রোগ্রামের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে নগরীর শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ।
এম এড প্রোগ্রামের প্রধান ড. মোঃ জাকারিয়া হাবিব এর সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক রুহামা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরটিএমআই-এইচআরডিসি এর পরিচালক ডাঃ এস এম ফরিদুল ইসলাম লতিফী।
অতিথি শিক্ষক প্রফেসর ড. আবুল কালাম আজাদ, শেখ নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক, এডুকেশন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ড. নুসরাত রিকজা।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আবু ছইদ মোহাম্মদ আব্দুল্লাহ, সিএসই ডিপার্টমেন্টের প্রধান আব্দুল আউয়াল আনসারী, ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের প্রধান শান্তা ইয়াসমিন।
এছাড়াও বিদ্যালয়ের রেজিস্টার দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নবীন ও বিদায়ী এবং অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য ও পরামর্শের মাধ্যমে এম এড প্রোগ্রামের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট