Saturday, April 19, 2025
HomeUncategorizedসরকারি কলেজ শিক্ষক সমিতির সিলেট বিভাগ ও জেলা আহবায়ক কমিটি গঠন

সরকারি কলেজ শিক্ষক সমিতির সিলেট বিভাগ ও জেলা আহবায়ক কমিটি গঠন

সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগ ও সিলেট জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সকালে সিলেট সরকারি মদন মোহন কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে পৃথক পৃথকভাবে দুটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক মো. ফরিদ আহমদ। সভাপতিত্ব করেন বালাগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. ছুরাব আলী।
সভায় সিলেট সরকারি মদন মোহন কলেজের লে. মো. মনিরুল ইসলামকে আহবায়ক, কানাইঘাট সরকারি কলেজের মো. আজাদ উদ্দিন ও আব্দুল হাই ভূঁইয়াকে যুগ্ম আহবায়ক এবং আমিনুজ্জামান বক্সকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট সরকারি কলেজ শিক্ষক সমিতির সিলেট বিভাগীয় আহবায়ক কমিটি গঠন করা হয়।
এদিকে কানাইঘাট সরকারি কলেজের মো. ফরিদ আহমদকে আহবায়ক, গোয়াইনঘাট সরকারি কলেজের ফারুক আহমদকে যুগ্ম আহবায়ক এবং ঢাকা দক্ষিণ সরকারি কলেজের একেএম মাদমুদুল আলম মারুফকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।
নব-গঠিত কমিটির মাধ্যমে দায়িত্বশীলগণ সরকারি কলেজ শিক্ষকদের কল্যাণে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট